Press Details

মেরিটাইম লেবার কনভেনশন-২০০৬ অনুসমর্থন করার জন্য শ্রমমন্ত্রীর প্রতি চিটাগাং চেম্বারের আহবান
31-Jul-13

 

মেরিটাইম লেবার কনভেনশন-২০০৬ অনুসমর্থন করার জন্য 
শ্রমমন্ত্রীর প্রতি চিটাগাং চেম্বারের আহবান 
ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) কর্তৃক গৃহীত মেরিটাইম লেবার কনভেনশন (এমএলসি)-২০০৬ অনুসমর্থনের মেয়াদ আগামী ২০ আগস্ট ২০১৩ ইং তারিখে শেষ হচ্ছে। উক্ত তারিখের পূর্বে এ কনভেনশন অনুসমর্থন করার জন্য দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু এমপি’র প্রতি ৩১ জুলাই এক জরুরী পত্রের মাধ্যমে আহবান জানিয়েছেন। পত্রে তিনি বলেন-অনুসমর্থন করা না হলে বাংলাদেশী পতাকাবাহী ৭১টি সমুদ্রগামী জাহাজ বিদেশের বন্দরে প্রবেশে বাধাপ্রাপ্ত হবে। ফলে পণ্য পরিবহনের জন্য বিদেশী জাহাজ ভাড়া করতে হলে তাতে পরিবহন ব্যয়ের কারণে পণ্যমূল্য বৃদ্ধি পাবে। এছাড়া দেশী-বিদেশী জাহাজে কর্মরত প্রায় ১২ হাজার বাংলাদেশী নাবিকের চাকুরী হারানো এবং বিদেশী জাহাজে নাবিকদের নতুন চাকুরী পেতেও সমস্যা সৃষ্টি হবে বলে চেম্বার সভাপতি আশংকা প্রকাশ করেন। 
নাবিকদের চাকুরীর শর্ত, কর্মঘন্টা, বিশ্রাম, মজুরী, ছুটি এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত এই কনভেনশন অনুযায়ী সমুদ্রযাত্রায় নিয়োজিত পতাকাবাহী জাহাজে শ্রম প্রত্যয়ন পত্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশের আমদানি-রপ্তানিসহ আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য মারাত্মক হুমকির সম্মুখীন হওয়ার শংকা ব্যক্ত করে দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থে সরকার, জাহাজ মালিক ও শ্রমিকদের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় সভার মাধ্যমে অতিদ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি চিটাগাং চেম্বার সভাপতি বিশেষভাবে অনুরোধ জানান। 
নং-আই/আইএনডি/২২/১৩৪৮                         ৩১ জুলাই, ২০১৩ ইং
সকল স্থানীয় ও জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থাসমূহ, ইলেকট্রনিক মিডিয়াসমূহে সম্প্রচার/প্রকাশের সবিনয় অনুরোধপূর্বক প্রেরণ করা গেলঃ                                                                                                                                       
                                                                                    
     (ওসমান গণি চৌধুরী)
                                                        সচিব 

মেরিটাইম লেবার কনভেনশন-২০০৬ অনুসমর্থন করার জন্য 

শ্রমমন্ত্রীর প্রতি চিটাগাং চেম্বারের আহবান 

 

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) কর্তৃক গৃহীত মেরিটাইম লেবার কনভেনশন (এমএলসি)-২০০৬ অনুসমর্থনের মেয়াদ আগামী ২০ আগস্ট ২০১৩ ইং তারিখে শেষ হচ্ছে। উক্ত তারিখের পূর্বে এ কনভেনশন অনুসমর্থন করার জন্য দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু এমপি’র প্রতি ৩১ জুলাই এক জরুরী পত্রের মাধ্যমে আহবান জানিয়েছেন। পত্রে তিনি বলেন-অনুসমর্থন করা না হলে বাংলাদেশী পতাকাবাহী ৭১টি সমুদ্রগামী জাহাজ বিদেশের বন্দরে প্রবেশে বাধাপ্রাপ্ত হবে। ফলে পণ্য পরিবহনের জন্য বিদেশী জাহাজ ভাড়া করতে হলে তাতে পরিবহন ব্যয়ের কারণে পণ্যমূল্য বৃদ্ধি পাবে। এছাড়া দেশী-বিদেশী জাহাজে কর্মরত প্রায় ১২ হাজার বাংলাদেশী নাবিকের চাকুরী হারানো এবং বিদেশী জাহাজে নাবিকদের নতুন চাকুরী পেতেও সমস্যা সৃষ্টি হবে বলে চেম্বার সভাপতি আশংকা প্রকাশ করেন। 

 

নাবিকদের চাকুরীর শর্ত, কর্মঘন্টা, বিশ্রাম, মজুরী, ছুটি এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত এই কনভেনশন অনুযায়ী সমুদ্রযাত্রায় নিয়োজিত পতাকাবাহী জাহাজে শ্রম প্রত্যয়ন পত্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশের আমদানি-রপ্তানিসহ আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য মারাত্মক হুমকির সম্মুখীন হওয়ার শংকা ব্যক্ত করে দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থে সরকার, জাহাজ মালিক ও শ্রমিকদের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় সভার মাধ্যমে অতিদ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি চিটাগাং চেম্বার সভাপতি বিশেষভাবে অনুরোধ জানান। 

 

নং-আই/আইএনডি/২২/১৩৪৮                         ৩১ জুলাই, ২০১৩ ইং

 

সকল স্থানীয় ও জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থাসমূহ, ইলেকট্রনিক মিডিয়াসমূহে সম্প্রচার/প্রকাশের সবিনয় অনুরোধপূর্বক প্রেরণ করা গেলঃ                                                                                                                                       

                                                                                    

     (ওসমান গণি চৌধুরী)

               সচিব