Press Details

১৬ আগস্ট চিটাগাং চেম্বারে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল’র কন্সালটেশন প্রোগ্রাম
19-Aug-13

১৬ আগস্ট চিটাগাং চেম্বারে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল’র কন্সালটেশন প্রোগ্রাম

ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল (এনইউএইচ), সিঙ্গাপুর ও দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি যৌথভাবে ১৬ আগস্ট ২০১৩ ইং শুক্রবার বিকেল ৪.০০ টায় এনইউএইচ’র চিকিৎসা সুযোগ-সুবিধা সম্পর্কে প্রেজেন্টেশন ও কন্সালটেশন প্রোগ্রামের আয়োজন করেছে। এতে উক্ত হসপিটালের প্রফেসর থামবিয়াহ্ জোসেফ, হেড অব অর্থোপেডিক ট্রমা, ডিপার্টমেন্ট অব অর্থোপেডিক সার্জারী এবং কোলোরেক্টাল সার্জারী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ রিদজুয়ান ফারউক তাৎক্ষণিকভাবে উপস্থিত রোগীদের পরামর্শ প্রদান করবেন।

চিটাগাং চেম্বার মিলনায়তন, ৩৮ আগ্রাবাদ বা/এ, চট্টগ্রামে অনুষ্ঠেয় উক্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রিতসহ সংশ্লিষ্ট আগ্রহী চিকিৎসা প্রার্থীদের উল্লেখিত সময়ে উপস্থিত থাকার জন্য চিটাগাং চেম্বারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

নং-জে/আইটিআর/৩৯/১৩৮৭                                 ১৪ আগস্ট, ২০১৩ ইং

সকল স্থানীয় ও জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থাসমূহ, ইলেকট্রনিক মিডিয়াসমূহে সম্প্রচার/প্রকাশের সবিনয় অনুরোধপূর্বক প্রেরণ করা গেলঃ                                                                                                                                       
                                                                                                                                                                    (ওসমান গণি চৌধুরী)
               সচিব