Press Details

অতীব জরুরী
02-Sep-13

অতীব জরুরী
নং-সি/পিবিএসি/২/১৫০৪                                          ০১ সেপ্টেম্বর ২০১৩ ইং

সম্মানিত বার্তা স¤পাদক/ব্যুরো চীফ্/চট্টগ্রাম প্রতিনিধি
সকল জাতীয় ও স্থানীয় দৈনিক/সংবাদ সংস্থাসমূহ   
চট্টগ্রাম।

প্রিয় মহোদয়,

২ সেপ্টেম্বর ”বন্দরের সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্বচ্ছতাই দেশের অগ্রসরমান আমদানি-রপ্তানি বাণিজ্য
অনেকাংশে নির্ভরশীল” শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ।

আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র চেম্বারের উদ্যোগে ”বন্দরের সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্বচ্ছতাই দেশের অগ্রসরমান আমদানি-রপ্তানি বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল” শীর্ষক এক গোলটেবিল বৈঠক আগামী ২ সেপ্টেম্বর সোমবার সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত হবে। বন্দর ব্যবহারকারী নেতৃবৃন্দ, আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারবৃন্দের অংশগ্রহণে উক্ত বৈঠকে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম. আবদুল লতিফ এবং সভাপতিত্ব করবেন সম্মানিত চেম্বার সভাপতি জনাব মাহবুবুল আলম।

এমতাবস্থায়, চেম্বার মিলনায়তন, চেম্বার হাউস, ৩৮ আগ্রাবাদ বা/এ, চট্টগ্রামে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ গোলটেবিলে আপনাকে/আপনার বহুল প্রচারিত দৈনিকের একজন চিত্র সাংবাদিকসহ একজন সম্মানিত সাংবাদিককে উপস্থিত থাকার জন্য সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি।

ধন্যবাদান্তে,

আপনারই-
 
(ওসমান গণি চৌধুরী)
         সচিব